৭০০ কোটি টাকা চায় বঙ্গবাজার দোকান মালিক সমিতির খবর দিয়ে শুরু করছি বিজনেস গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
৭০০ কোটি টাকা চায় বঙ্গবাজার দোকান মালিক সমিতি | সারা সপ্তাহের খবর
৭০০ কোটি টাকা চায় বঙ্গবাজার দোকান মালিক সমিতি
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো, প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ, তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নিজ নিজ দোকান ফিরে পান, সে ব্যবস্থা গ্রহণ।
মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশ ছাড়িয়েছে
দেশে মূল্যস্ফীতি আবার বেড়েছে। গত মার্চে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ, এটি চলতি ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের এ তথ্য মঙ্গলবার প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
২০২১ সালে সিআইপি হয়েছেন ৪৪ ব্যবসায়ী
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৪৪ ব্যবসায়ীকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) বা সিআইপি নির্বাচন করেছে শিল্প মন্ত্রণালয়। ০৩ এপ্রিল সোমবার এক গেজেটের মাধ্যমে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, আগামী এক বছরের জন্য এই ব্যক্তিরা জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।
এইচএসবিসি বিভক্ত করার দাবি উঠেছে কেন
হংকংয়ে অনুষ্ঠিত শেয়ারহোল্ডারদের এক বৈঠকে এইচএসবিসি ব্যাংকের শীর্ষ কর্তাব্যক্তিরা সোমবার তাঁদের কৌশলের পক্ষে কথা বলতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হচ্ছিলেন। আর হতাশ শেয়ারহোল্ডাররা দাবি জানাচ্ছিলেন, ইউরোপের সবচেয়ে বড় এ ব্যাংক বিভক্ত করা হোক।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক
চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে তারা। যদিও সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে ৭ দশমিক ৫ শতাংশ।
স্বায়ত্তশাসিত সংস্থাকে সরকার আর মূলধন দেবে না, তবে ঋণ দেবে
বিভিন্ন স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি কোম্পানিগুলোকে এখন থেকে আর কোনো মূলধন বা ইকুইটি না দিতে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে এসব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট তৈরির যখন কাজ চলছে, তখন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
প্রবাসী আয় বেড়েছে, কমেছে রপ্তানি আয়
পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স তথা প্রবাসী আয় পাঠানোর পরিমাণ বেড়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে তাঁরা ব্যাংকের মাধ্যমে দেশে ২০১ কোটি ৭৬ লাখ ডলার পাঠিয়েছেন। এই আয় আগের মাস ফেব্রুয়ারির তুলনায় ২৯ দশমিক ২৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল।
শেয়ারবাজারে দুই ঘণ্টায় পৌনে ৪০০ কোটি লেনদেন
দেশের শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি দেখা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৩৮২ কোটি টাকা। এর আগে গতকাল বুধবার দিন শেষে এ লেনদেনের পরিমাণ ছিল ৩৮৩ কোটি টাকা। আর গত মঙ্গলবার এ বাজারে লেনদেন নেমেছিল ২৭২ কোটি টাকায়, যা ছিল এক মাসের মধ্যে সর্বনিম্ন।
মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশ ছাড়িয়েছে
দেশে মূল্যস্ফীতি আবার বেড়েছে। গত মার্চে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ, এটি চলতি ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের এ তথ্য মঙ্গলবার প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
আরও দেখুনঃ