[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়

ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায় নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। যেকোনো দলীয় কার্য সম্পাদনে ব্যবস্থাপনা অপরিহার্য । একজন ব্যক্তি যখন কয়েকজন কর্মী নিয়ে কোনো প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তখন ব্যবস্থাপনা হয় সহজ এবং মালিক একাই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে । যখনই কর্মীর সংখ্যা বাড়ে তখন মালিকের পক্ষে সব দেখা সম্ভব হয় না। তখন একজন ম্যানেজার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয় । ফলে ব্যবস্থাপনার স্তর বা পর্যায় বাড়ে । এভাবে প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা, বিভাগের সংখ্যা যতো বৃদ্ধি পায় ব্যবস্থাপনার স্তর (Hierarchy)-এর সংখ্যাও তত বৃদ্ধি পায় ।

ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়

Skinner (স্কিনার) ও Ivancevich (ইভানসিভিচ) এর মতে, “Levels of management means the managerial hierarchy in an organization, typically three distinct levels: executive, middle and first line; usually portrayed as pyramid”. 46 অর্থাৎ ব্যবস্থাপনার পর্যায় বলতে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার স্তরকে বুঝায় । এরূপ পর্যায় মূলত তিনটি – নির্বাহী, মধ্য ও নিম্ন পর্যায়; যা কার্যত পিরামিডের মতো রূপ নেয় । 

 

ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

 

উপরের রেখাচিত্রে উল্লেখ ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা স্তর সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

১. উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা (Top level management) :

প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার যে অংশ বা পৰ্যায় সম্পৃক্ত থাকে তাকে উচ্চ পর্যায়ের বা নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপনা বলে। কোনো কোম্পানির পরিচালকমণ্ডলী, পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত। Stoner ও অন্যরা বলেছেন, “Top management is responsible for the overall management of an organization. These people are called executives. They establish operating policies and guide the organization’s interactions with its environment”:” 

২. মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা (Mid-level management):

উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত লক্ষ্য, গৃহীত নীতি, কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের যে পর্যায়ের ব্যবস্থাপনা প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ, উপায়-উপকরণাদি সংগঠিতকরণ, পরিচালনা, নেতৃত্ব প্রদান, সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্য পরিচালনা করে তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা বলে।

এ পর্যায়ের ব্যবস্থাপকগণ একদিকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অধীনে থেকে তাদের নির্দেশনা গ্রহণ করে এবং তা বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগায় । Skinner (স্কিনার) ও Ivancevich (ইভানসিভিচ) বলেন, “The middle level of the management hierarchy includes plant supervisors, college deans, project director and regional sales co-ordinator. These managers receive the broad overall strategies, missions and objectives from executive level managers and translate then into specific action program”.

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

৩. নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা (Lower level or First-line management) :

মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা শীর্ষ নির্বাহীদের দেয়া নীতি, কৌশল ও লক্ষ্যের আলোকে যে নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবে রূপায়িত করার দায়িত্ব যারা পালন করে তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে । এ পর্যায়ের উপরে থাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ ও নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক । নিচের দিক থেকে ওপর দিকে চিন্তা করলে একেবারে প্রথম সারির ব্যবস্থাপকগণ এ পর্যায়ের অন্তর্ভুক্ত।

 

ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

এ পর্যায়কে তত্ত্বাবধান পর্যায় (Supervisory level) নামেও আখ্যায়িত করা হয়। Stoner ও অন্যরা বলেছেন, “The lowest level in an organization at which individuals are responsible for the works of others is calied first-line or first-level management”.

আরও দেখুনঃ

Leave a Comment