[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায়

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায় তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। নীতি হলো সত্য বলে প্রতিষ্ঠিত কোনো কাজের সাধারণ পথ-নির্দেশনা। যার প্রয়োগে উত্তম কার্যফল লাভ সম্ভব। ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সুনির্ধারিত ও ফলপ্রসূ নির্দেশক (Guideline) যা স্থান, কাল ও পাত্রভেদে সর্বাবস্থায় প্রয়োগযোগ্য । নিম্নে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে কতিপয় সংজ্ঞার উল্লেখ করা হলো :

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায়

 

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

১. টেরি ও ফ্রাংকলিন এর মতে, “A principle can be defined as a fundamental statement or A truth providing a guide to thought or action. 24 মৌলিক বিবৃতি বা সত্য যা কোনো চিন্তা বা কাজের নির্দেশক গণ্য হয় তাকেই নীতি বলা যেতে পারে ।

২. হার্বার্ট জি. হিক্স ও সি.আর. গুল্লেট এর মতে, “সংগঠন বা ব্যবস্থাপনা সম্পর্কীয় কোনো সাধারণ | সত্যের বিবৃতিকে ব্যবস্থাপনা নীতি বলে । 25

৩. অইরিক ও কুঞ্জ বলেন, “Principles in management are fundamental truths to be (or what are thought to be truths at a given time) explaining relationships between two or more sets of | variables. “26 অর্থাৎ ব্যবস্থাপনার নীতি হলো কতকগুলো মৌলিক সত্য (অথবা কোনো নির্দিষ্ট সময়কালের জন্য অনুমিত সত্য) যা দুই বা ততোধিক চলক (অবস্থা)-এর মধ্যে সম্পর্কের ব্যাখ্যা প্রদান করে ।

উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে ব্যবস্থাপনা নীতির নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ক) ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কাজের বিষয়ে প্রতিষ্ঠিত মৌলিক বক্তব্য, বিবৃতি বা সত্য কোনোবিষয়:

খ) এরূপ প্রতিষ্ঠিত সত্য বিষয়গুলো ব্যবস্থাপনা চিন্তা বা কাজের ক্ষেত্রে সাধারণ নির্দেশনা প্রদান করে;

গ) ব্যবস্থাপনা নীতি এরূপ কার্য সম্পাদনের কোনো একক নির্দেশক নয় বরং অনেকগুলো নির্দেশকের সমষ্টি; 

ঘ) এরূপ নির্দেশকগুলো ব্যবস্থাপনার কাজে মোটামুটি সব সময়ই প্রয়োগযোগ্য এবং

ঙ) একই ধরনের পরিস্থিতিতে এর প্রয়োগে সাধারণত একই ধরনের ফলাফল প্রত্যাশা করা যায় ।

 

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত সংজ্ঞা বিশ্লেষণে পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনার নীতি এমন নিয়ম-নীতিসমূহের নির্দেশ করে যা ব্যবস্থাপনার কার্যাবলি সহজে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পথনির্দেশক ও নিয়ন্ত্রক হিসেবে স্বীকৃত ও ব্যবহৃত হয় । এরূপ নীতিমালা বৈজ্ঞানিক উপায়ে নির্ধারিত বাস্তব সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকে যা সর্বজনীনভাবে প্রয়োগ সম্ভব বলে বিবেচিত হয় ।

আরও দেখুনঃ

Leave a Comment