Site icon Business Studies Gurukul [ বিজনেস স্টাডিজ গুরুকুল ] GOLN

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায়

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায় তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। নীতি হলো সত্য বলে প্রতিষ্ঠিত কোনো কাজের সাধারণ পথ-নির্দেশনা। যার প্রয়োগে উত্তম কার্যফল লাভ সম্ভব। ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সুনির্ধারিত ও ফলপ্রসূ নির্দেশক (Guideline) যা স্থান, কাল ও পাত্রভেদে সর্বাবস্থায় প্রয়োগযোগ্য । নিম্নে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে কতিপয় সংজ্ঞার উল্লেখ করা হলো :

ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে কী বুঝায়

 

 

১. টেরি ও ফ্রাংকলিন এর মতে, “A principle can be defined as a fundamental statement or A truth providing a guide to thought or action. 24 মৌলিক বিবৃতি বা সত্য যা কোনো চিন্তা বা কাজের নির্দেশক গণ্য হয় তাকেই নীতি বলা যেতে পারে ।

২. হার্বার্ট জি. হিক্স ও সি.আর. গুল্লেট এর মতে, “সংগঠন বা ব্যবস্থাপনা সম্পর্কীয় কোনো সাধারণ | সত্যের বিবৃতিকে ব্যবস্থাপনা নীতি বলে । 25

৩. অইরিক ও কুঞ্জ বলেন, “Principles in management are fundamental truths to be (or what are thought to be truths at a given time) explaining relationships between two or more sets of | variables. “26 অর্থাৎ ব্যবস্থাপনার নীতি হলো কতকগুলো মৌলিক সত্য (অথবা কোনো নির্দিষ্ট সময়কালের জন্য অনুমিত সত্য) যা দুই বা ততোধিক চলক (অবস্থা)-এর মধ্যে সম্পর্কের ব্যাখ্যা প্রদান করে ।

উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে ব্যবস্থাপনা নীতির নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ক) ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কাজের বিষয়ে প্রতিষ্ঠিত মৌলিক বক্তব্য, বিবৃতি বা সত্য কোনোবিষয়:

খ) এরূপ প্রতিষ্ঠিত সত্য বিষয়গুলো ব্যবস্থাপনা চিন্তা বা কাজের ক্ষেত্রে সাধারণ নির্দেশনা প্রদান করে;

গ) ব্যবস্থাপনা নীতি এরূপ কার্য সম্পাদনের কোনো একক নির্দেশক নয় বরং অনেকগুলো নির্দেশকের সমষ্টি; 

ঘ) এরূপ নির্দেশকগুলো ব্যবস্থাপনার কাজে মোটামুটি সব সময়ই প্রয়োগযোগ্য এবং

ঙ) একই ধরনের পরিস্থিতিতে এর প্রয়োগে সাধারণত একই ধরনের ফলাফল প্রত্যাশা করা যায় ।

 

 

উপরোক্ত সংজ্ঞা বিশ্লেষণে পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনার নীতি এমন নিয়ম-নীতিসমূহের নির্দেশ করে যা ব্যবস্থাপনার কার্যাবলি সহজে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পথনির্দেশক ও নিয়ন্ত্রক হিসেবে স্বীকৃত ও ব্যবহৃত হয় । এরূপ নীতিমালা বৈজ্ঞানিক উপায়ে নির্ধারিত বাস্তব সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকে যা সর্বজনীনভাবে প্রয়োগ সম্ভব বলে বিবেচিত হয় ।

আরও দেখুনঃ

Exit mobile version